Skip to main content

Posts

Showing posts from October 31, 2019

Krishnanagar barodol mela,কৃষ্ণনগর বারোদোল মেলা

আজ কৃষ্ণনগর বারোদোল মেলা নিয়ে আলোচনা করবো। কৃষ্ণনগর বারোদোল মেলা কেনো হয় ? কে শুরু করেছিলেন কৃষ্ণনগরের বারোদোল মেলা ? কি ভাবে শুরু হয়েছিল কৃষ্ণনগরের বারোদোল মেলা ? কৃষ্ণনগর বারোদোল মেলার ভিডিও।  কৃষ্ণনগর বারোদোল মেলার ছবি কৃষ্ণনগর বারোদোল  "কৃষ্ণনগর বারোদোল মেলা"       কৃষ্ণনগরের বারোদোল মেলাটি  প্রতি বছর    দোল পূর্ণিমার পরের শুক্লাএকাদশী তিথিতে' রাজবাড়ি  প্রাঙ্গণে  অবস্থিত হয় ,যা বর্তমানে বারোদোলের  মেলা  নামে  পরিচিত। বারোদল আসলে 12 টা ঠাকুরের দোল খেলা,       12 টা ঠাকুরের বিগ্রহ কে প্রথম দিন রাজ  বেশে দ্বিতীয় দিন ফুল বেশে আর তৃতীয় দিন রাখাল বেশে রাখা হয়।  পুজো চলাকালীন  রাজবাড়ীর নাটমন্দির তিনদিন ধরে  সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে।  অনেকেই মনে করেন মেলাটি  দোলের 12 দিন পরে হয় বলে এই  এই মেলাটির নাম বারদল মেলা, কিন্তু বাস্তবে তা নয়, অতীতে নদীয়ার রাজা বিভিন্ন স্থানের বারটি কৃষ্ণের মূর্...