মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এর ছবি আজ আমরা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে জানার চেষ্টা করব: মহারাজা কৃষ্ণচন্দ্র রায় যিনি নদীয়ার রাজা এবং কৃষ্ণনগর রাজ বংশের প্রতিষ্ঠাতা এবং ভবানন্দ মজুমদারের বংশধর ছিলেন। তিনি ১৭১০ এর দশকে নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম রঘুনাথ রাজ। তাঁর পরিকল্পনায় তিনি তার পিতার স্ত্রীকে বঞ্চিত করেছিলেন বিপুল সম্পদের অধিকারী হন। Biography video Raja krishnachandra Roy মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের BIOGRAPHY নবাব আলীবর্দী খানের শাসনামলে তিনি নদীয়ার জমিদার ছিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় একজন রাজনৈতিক দূরদর্শী এবং কূটনীতির মানুষ। তাঁর রাজনৈতিক পালাবদলে সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে সংঘাতে লিপ্ত হলে তিনি ইংরেজদের পক্ষ নিয়ে অবলম্বন করলে পরবর্তি নবাব মীর কাশিমের সময় তাকে বন্দী করা হয়। তবে তিনি ইংরেজদের হস্তক্ষেপে তিনি মুক্তি লাভ করেন।। ১৭৫৪ সালে, কৃষ্ণচন্দ্র আলীবর্দী খাঁনের রাজকর প্রদান না করার জন্য কারাবরণ করেছিলেন। কৃষ্ণচন্দ্র রায়ের কৃতিত্ব:- কৃষ্ণচন্দ্র বহু জনহিতকর কাজ করেছেন। তিনি ১৭...