Skip to main content

Posts

Showing posts from October 28, 2019

মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এর জীবনী,History of raja krishna chandra roy

মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এর ছবি  আজ আমরা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে জানার চেষ্টা করব: মহারাজা কৃষ্ণচন্দ্র রায় যিনি নদীয়ার রাজা এবং কৃষ্ণনগর   রাজ বংশের প্রতিষ্ঠাতা এবং ভবানন্দ মজুমদারের বংশধর ছিলেন। তিনি ১৭১০ এর দশকে নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম রঘুনাথ রাজ। তাঁর পরিকল্পনায় তিনি তার পিতার স্ত্রীকে বঞ্চিত করেছিলেন বিপুল সম্পদের অধিকারী হন। Biography video Raja krishnachandra Roy মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের BIOGRAPHY নবাব আলীবর্দী খানের শাসনামলে তিনি নদীয়ার জমিদার ছিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়  একজন রাজনৈতিক দূরদর্শী এবং কূটনীতির মানুষ। তাঁর রাজনৈতিক পালাবদলে সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে সংঘাতে লিপ্ত হলে তিনি ইংরেজদের পক্ষ  নিয়ে অবলম্বন করলে পরবর্তি নবাব মীর কাশিমের সময় তাকে বন্দী করা হয়। তবে তিনি  ইংরেজদের হস্তক্ষেপে তিনি মুক্তি লাভ করেন।। ১৭৫৪ সালে, কৃষ্ণচন্দ্র আলীবর্দী খাঁনের রাজকর প্রদান না করার জন্য কারাবরণ করেছিলেন। কৃষ্ণচন্দ্র রায়ের  কৃতিত্ব:- কৃষ্ণচন্দ্র বহু জনহিতকর কাজ করেছেন। তিনি ১৭৬২ সালে নদিয়া জেলার শিবনিবাসে একট

History of krishnanagar (nodia),কৃষ্ণনগরের(নদিয়া) ইতিহাস

কৃষ্ণনগর:- কৃষ্ণনগর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহর ও পৌরসভা এলাকা। কৃষ্ণনগরের ঘূর্ণীর মাটির পুতুল ও মূর্তি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির অন্যতম। সংস্কৃতি ও বিদ্যোৎসাহী রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাত। কৃষ্ণনগর জলঙ্গি নদীর দক্ষিণ তীরে অবস্থিত।জমিদার কৃষ্ণ চন্দ্র রায়ের রাজত্বকালে এখানে নির্মিত রাজবাড়ী পর্যটকদের আকর্ষণীয় স্থান হিসাবে চিহ্নিত যদিও অতীতের গৌরবটির অবশেষগুলি নষ্ট হয়ে গেছে এবং কেবলমাত্র তার অভ্যন্তরের দেওয়ালে খোদাই করা সূক্ষ্ম জায়গাগুলির কেবল একটি জরাজীর্ণ কাঠামো বিদ্যমান রয়েছে। সংস্কৃতি ও বিদ্যোৎসাহী রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাত। ইতিহাস ও সংস্কৃতি:- রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাত। রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল কৃষ্ণনগর।রাজা কৃষ্ণচন্দ্র (জন্ম কৃষ্ণচন্দ্র রায় 1710-1783) ছিলেন রাজা,এবং ভারতের পশ্চিমবঙ্গ, নদিয়ার কৃষ্ণনগরের জমিদার 1728 থেকে 1782।তিনি নাদিয়া রাজ পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন।  "বাংলার হিন্দু সমাজের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক