কৃষ্ণনগর:-
কৃষ্ণনগর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহর ও পৌরসভা এলাকা। কৃষ্ণনগরের ঘূর্ণীর মাটির পুতুল ও মূর্তি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির অন্যতম। সংস্কৃতি ও বিদ্যোৎসাহী রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাত। কৃষ্ণনগর জলঙ্গি নদীর দক্ষিণ তীরে অবস্থিত।জমিদার কৃষ্ণ চন্দ্র রায়ের রাজত্বকালে এখানে নির্মিত রাজবাড়ী পর্যটকদের আকর্ষণীয় স্থান হিসাবে চিহ্নিত যদিও অতীতের গৌরবটির অবশেষগুলি নষ্ট হয়ে গেছে এবং কেবলমাত্র তার অভ্যন্তরের দেওয়ালে খোদাই করা সূক্ষ্ম জায়গাগুলির কেবল একটি জরাজীর্ণ কাঠামো বিদ্যমান রয়েছে।সংস্কৃতি ও বিদ্যোৎসাহী রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাত।
ইতিহাস ও সংস্কৃতি:-
রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাত। রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল কৃষ্ণনগর।রাজা কৃষ্ণচন্দ্র (জন্ম কৃষ্ণচন্দ্র রায় 1710-1783) ছিলেন রাজা,এবং ভারতের পশ্চিমবঙ্গ, নদিয়ার কৃষ্ণনগরের জমিদার 1728 থেকে 1782।তিনি নাদিয়া রাজ পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। "বাংলার হিন্দু সমাজের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।তিনি কেবল মুঘল শাসনের বিরুদ্ধে প্রতিরোধের জন্যই কৃতিত্বিত হন নি, তবে তাঁর রাজ্যে শিল্পের প্রসার ও পৃষ্ঠপোষকতা। কৃষ্ণনগরের জগদ্বিখ্যাত মৃৎশিল্পের সূত্রপাত ও জগদ্ধাত্রী পূজার প্রচলন তার সময়ে তারই উদ্যোগে ঘটেছিল। কৃষ্ণনগর পৌরসভা ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
কৃষ্ণনগরে রাজাদের রাজত্বকাল :-
ভবানন্দ মজুমদার -- 1606-1628
গোপাল রায় -- 1628-1632
রাঘব রায় -- 1632-1883
রুদ্র রায় -- 1683-1694
রামকৃষ্ণ -- 1694
রামজীবন -- 1694-1715
রঘুরাম -- 1715-1728
কৃষ্ণচন্দ্র - 1728-1782
শিবচন্দ্র -1782-1788
ঈশ্বরচন্দ্র - 1788-1802
গিরীজচন্দ্র - 1802-1842
শ্রীশচন্দ্র -1842-1856
সতীশচন্দ্র -1856-1870
সে সময় কার কিছু বিখ্যাত ব্যক্তিত্ব:-
বাঘা যতীন - স্বাধীনতা সংগ্রামী ও শহীদ
বিজয়লাল চট্টোপাধ্যায় - জাতীয়তাবাদী কবি। দ্বিজেন্দ্রলাল রায় - কবি ও নাট্যকার
ভারতচন্দ্র রায় - কবি। হেমন্তকুমার সরকার - স্বাধীনতা সংগ্রামী
রামতনু লাহিড়ী - মনীষী
প্রমোদরঞ্জন সেনগুপ্ত - স্বাধীনতা সংগ্রামী ও চিন্তাবিদ
Comments
Post a Comment