আজ কৃষ্ণনগর বারোদোল মেলা নিয়ে আলোচনা করবো।
কৃষ্ণনগর বারোদোল মেলা কেনো হয় ?
কে শুরু করেছিলেন কৃষ্ণনগরের বারোদোল মেলা ?
কি ভাবে শুরু হয়েছিল কৃষ্ণনগরের বারোদোল মেলা ?
কৃষ্ণনগর বারোদোল মেলার ভিডিও।
কৃষ্ণনগর বারোদোল মেলার ছবি
কৃষ্ণনগর বারোদোল |
"কৃষ্ণনগর বারোদোল মেলা"
কৃষ্ণনগরের বারোদোল মেলাটি প্রতি বছর দোল পূর্ণিমার পরের শুক্লাএকাদশী তিথিতে' রাজবাড়ি প্রাঙ্গণে অবস্থিত হয় ,যা বর্তমানে বারোদোলের মেলা নামে পরিচিত। বারোদল আসলে 12 টা ঠাকুরের দোল খেলা, 12 টা ঠাকুরের বিগ্রহ কে প্রথম দিন রাজ বেশে দ্বিতীয় দিন ফুল বেশে আর তৃতীয় দিন রাখাল বেশে রাখা হয়। পুজো চলাকালীন রাজবাড়ীর নাটমন্দির তিনদিন ধরে সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
অনেকেই মনে করেন মেলাটি দোলের 12 দিন পরে হয় বলে এই এই মেলাটির নাম বারদল মেলা, কিন্তু বাস্তবে তা নয়, অতীতে নদীয়ার রাজা বিভিন্ন স্থানের বারটি কৃষ্ণের মূর্তি বিগ্রহ এনে আলাদা আলাদা কাঠের সিংহাসনে সাজিয়ে রাখতেন, সেই কৃষ্ণের মূর্তি গুলিকে দেখতে জনসাধারনেরা তিন ধরে ভির করতেন, সেই তখন থেকে এই মেলাটির নাম হয়েছে বারোদোল মেলা
উল্লেখ্য যে সেসময়কার রাজারা রাজনৈতিক ও সামাজিক অবস্থার চাপে মেলা দেখার সময় পেতেন না তাই নাকি রাজা কৃষ্ণচন্দ্র নিজে রাজবাড়ীতে এই মেলার প্রবর্তন করেন, যাতে রাজপরিবারগন ও অন্যান্য অন্তপুরবাসিনীরা কৃষ্ণনগর রাজপ্রাসাদে এসে মেলা দেখার আনন্দ উপভোগ করতে পারেন,
আবার অনেকের মতে,নদিয়ারাজ গিরীশচন্দ্রের অনুরোধে এই মেলার প্রবর্তন করা হয়েছে।
তবে মেলাটি আজ 275 বছরের পুরোনো ।
কৃষ্ণনগরের বারোদোল মেলার ভিডিও
কৃষ্ণনগরের বারোদোল মেলার ভিডিও
"কৃষ্ণনগরের বারোদোল মেলা প্রাঙ্গণের কিছু ছবি"
উল্লেখ্য যে সেসময়কার রাজারা রাজনৈতিক ও সামাজিক অবস্থার চাপে মেলা দেখার সময় পেতেন না তাই নাকি রাজা কৃষ্ণচন্দ্র নিজে রাজবাড়ীতে এই মেলার প্রবর্তন করেন, যাতে রাজপরিবারগন ও অন্যান্য অন্তপুরবাসিনীরা কৃষ্ণনগর রাজপ্রাসাদে এসে মেলা দেখার আনন্দ উপভোগ করতে পারেন,
আবার অনেকের মতে,নদিয়ারাজ গিরীশচন্দ্রের অনুরোধে এই মেলার প্রবর্তন করা হয়েছে।
তবে মেলাটি আজ 275 বছরের পুরোনো ।
কৃষ্ণনগরের বারোদোল মেলার ভিডিও
কৃষ্ণনগরের বারোদোল মেলার ভিডিও
"কৃষ্ণনগরের বারোদোল মেলা প্রাঙ্গণের কিছু ছবি"
Krishnanagar barodol mela |
barodol thakur photos |
barodol mela |
barodol natmondir |
krishnanagar barodol mela image |
বারোদোল মেলা প্রাঙ্গণের ছবি |
বারোদোল মেলার ঠাকুর ও মন্দির |
বারোদোল মেলার ঠাকুর |
বারোদোল মেলার ছবি ২০১৯ |
Comments
Post a Comment